ভারতের অনেক বিশ্ববিদ্যালয়ের মধ্যে আজকে আমরা কিছু বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি, স্কলারশিপ, বিশ্ববিদ্যালয় র্যাংকিং, হোস্টেল খরচ এই সকল বিষয়ে জানবো। এখানে আমরা এমন সব বিশ্ববিদ্যালয়ে তথ্য দিয়েছি, যে সব বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ থেকে শিক্ষার্থী ইন্ডিয়ার ঐসব বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়।
KIIT UNIVERSITY
ভারতের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় KIIT University এর ওয়ার্ল্ড র্যাংকিং ৬০১ – ৮০০ এবং ইন্ডিয়া র্যাংকিং (NIRF Rank): ১৫তম ও NAAC: A++ র্যাংক । KIIT University বাংলাদেশী শিক্ষার্থীদের টিউশন ফিস, থাকা ও খাবারের উপর ৫৫% পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকে। স্কলারশিপে পর KIIT University এর ইঞ্জিনিয়ারিং কোর্সের ৪ বছরের খরচ (টিউশন ফিস, হোস্টেল ও খাবার) ১৪০০০০০ রুপী এবং নন ইঞ্জিনিয়ারিং কোর্সের খরচ ৯০০০০০ রুপী থেকে ১০৫০০০০ রুপী।

KL UNIVERSITY
আপনাদের যাদের লেখা-পড়ার বাজেট মিডিয়াম রেঞ্জের তাদের জন্য KL University বিশ্ববিদ্যালয় হতে পারে সঠিক পছন্দ। মিডিয়াম বাজেটের মধ্যে ভারতের সব চাইতে ভাল র্যাংকিং বিশ্ববিদ্যালয় হচ্ছে KL University। KL University এর ওয়ার্ল্ড র্যাংক ৬০১ – ৮০০ এবং ইন্ডিয়া র্যাংকিং (NIRF Rank): ২২ তম ও NAAC: A++ র্যাংক । KL University বাংলাদেশী শিক্ষার্থীদের টিউশন ফিস, থাকা ও খাবারের উপর ৬০% পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকে। স্কলারশিপে পর KL University এর ইঞ্জিনিয়ারিং কোর্সের ৪ বছরের খরচ (টিউশন ফিস, হোস্টেল ও খাবার) ১০০০০০০ রুপী এবং নন ইঞ্জিনিয়ারিং কোর্সের খরচ ৭৫০০০০ রুপী।

SANDIP UNIVERSITY
আপনার লেখা-পড়ার বাজেট অনেক কম কিন্তু স্বপ্ন একটি ভালমানের বিশ্ববিদ্যালয়ে পড়ার তাহলে Sandip University হতে পারে আপনার সেই পছন্দের বিশ্ববিদ্যালয়। Sandip University ভারতের মধ্যে সবচাইতে কম খরচে সেরা বিশ্ববিদ্যালয়। Sandip University বাংলাদেশী শিক্ষার্থীদের ৭৫% পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকে। স্কলারশিপে পর Sandip University এর ইঞ্জিনিয়ারিং কোর্সের ৪ বছরের টিউশন ফিস ২৮০০০০ রুপী এবং নন ইঞ্জিনিয়ারিং কোর্সের খরচ ২১০০০০ রুপী।

MM UNIVERSITY
কম খরচের মধ্যে ভাল র্যাংকিং এর জন্য বাংলাদেশী শিক্ষার্থীদের কাছে MM University বেশ জনপ্রিয়। MM University এর ওয়ার্ল্ড র্যাংকিং ৮০১ – ১০০০ এবং ইন্ডিয়া র্যাংকিং (NIRF Rank): ৭২ তম NAAC: A++ র্যাংক । MM University বাংলাদেশী শিক্ষার্থীদের টিউশন ফিসের উপর ৭০% পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকে। স্কলারশিপে পর MM University এর ইঞ্জিনিয়ারিং কোর্সের ৪ বছরের টিউশন ফিস ৪৮৭০০০ রুপী এবং নন ইঞ্জিনিয়ারিং কোর্সের খরচ ২১০০০০ রুপী থেকে ৩০০০০০ রুপী।

SHARDA UNIVERSITY
ভারতের রাজধানীতে অবস্থিত Sharda University এর সুন্দর ও আধুনিক ক্যাম্পাস বাংলাদেশী অনেক শিক্ষার্থী এর প্রথম পছন্দ। Sharda University এর ওয়ার্ল্ড র্যাংকিং ১৪০০ – ১৫০০ এবং ইন্ডিয়া র্যাংকিং (NIRF Rank): ৮৬ তম NAAC: A+ র্যাংক । Sharda University বাংলাদেশী শিক্ষার্থীদের টিউশন ফিসের উপর ৫০% পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকে। স্কলারশিপে পর Sharda University এর ইঞ্জিনিয়ারিং কোর্সের ৪ বছরের টিউশন ফিস ৫৩৫০০০ রুপী এবং নন ইঞ্জিনিয়ারিং কোর্সের খরচ ৩৫০০০০ রুপী থেকে ৪৫০০০০ রুপী।

JIS UNIVERSITY
কলকাতয় অবস্থিত JIS University কলকাতার অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। প্রতিবছর ২০০+ বাংলাদেশী শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়। JIS University বাংলাদেশী শিক্ষার্থীদের ৫০% পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকে। স্কলারশিপে পর JIS University এর ইঞ্জিনিয়ারিং কোর্সের ৪ বছরের টিউশন ফিস ৫০০০০০ রুপী এবং নন ইঞ্জিনিয়ারিং কোর্সের খরচ ৩৩০০০০ রুপী।

CHANDIGARH UNIVERSITY
বর্তমানে বাংলাদেশে থেকে অনেক শিক্ষার্থী Chandigarh University তে লেখা-পড়া করতে যায়। Chandigarh University এর ওয়ার্ল্ড র্যাংকিং ৬৯১ – ৭০০ এবং ইন্ডিয়া র্যাংকিং (NIRF Rank): ২০তম ও NAAC: A+ । Chandigarh University বাংলাদেশী শিক্ষার্থীদের টিউশন ফিসের উপর ৫০% পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকে। স্কলারশিপে পর Chandigarh University এর ইঞ্জিনিয়ারিং কোর্সের ৪ বছরের টিউশন ফিস ৬৫০০০০ রুপী এবং নন ইঞ্জিনিয়ারিং কোর্সর খরচ ৩০০০০০ রুপী থেকে ৪৫০০০০ রুপী।

LOVELY PROFESSIONAL UNIVERSITY
পাঞ্জাবের জালানদারে অবস্থিত LPU এর এর ওয়ার্ল্ড র্যাংকিং ১০০০ – ১২০০০ এবং ইন্ডিয়া র্যাংকিং (NIRF Rank): ৩১ তম ও NAAC: A++ । LPU বিশ্ববিদ্যালয় বাংলাদেশী শিক্ষার্থীদের টিউশন ফিসের উপর ৬০% পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকে। স্কলারশিপে পর LPU এর ইঞ্জিনিয়ারিং কোর্সের ৪ বছরের টিউশন ফিস ৬৮০০০০ রুপী এবং নন ইঞ্জিনিয়ারিং কোর্সর খরচ ৩০০০০০ রুপী থেকে ৪৫০০০০ রুপী।

ভারতের বিশ্ববিদ্যালয় গুলোতে কিভাবে ভর্তি হবেন?
How to get admission in Indian Universities?
ভারতের বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তির জন্য বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান হচ্ছে EDUCARE BD । আপনার ভারতের বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয় সম্পন্ন করার জন্য আপনিও EDUCARE BD এর সাথে যোগাযোগ করতে পারেন। EDUCARE BD ভারতের ৫০+ বিশ্ববিদ্যালয়ের সরাসরি ভর্তি অফিস হিসাবে কাজ করে, উপরোকক্ত বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ অফিস হিসাবে EDUCARE BD কাজ করে আসছে। ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য EDUCARE BD কোন প্রকার সার্ভিস চার্জ নাই। ভারতের কোন বিশ্ববিদ্যালয়ের টিউশন ফিস কেমন? কেমন স্কলারশিপ প্রদান করে? ভর্তির প্রক্রিয়া কি? কিভাবে ভারতের স্টুডেন্ট ভিসা করবেন? বিশ্ববিদ্যালয়ের হোস্টেল বুকিং এবং এয়ারপোট পিকাপ সহ সকল সার্ভিস পাবেন EDUCARE BD। ভারতের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ১ নং প্রতিষ্ঠান।
ভারতের ভর্তির জন্য কল করুনঃ 01711436261, 01711435744
ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে ভিডিও দেখতে ভিজিট করুনঃ https://www.youtube.com/@educarebd121
আমাদের ফেইসবুক পেইজ ভিজিট করুনঃhttps://www.facebook.com/educarebdindia/










One Response
Very helpful post for study in India. All information is here for admission in India. Different India universities tuition fees, scholarship and admission process mention here. Student who want to get admission in India this post can help them. Thank you Educarebd BD.